আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন।
আজ আপনাদের মাঝে এলাম SkinPack Ubuntu 2.0 সাথে KingUser v4.0.5 এপিকে নিয়ে !!
অবাক হলেন? যে কথায় উইন্ডোজ সফটওয়্যার আর কথায় Android। হ্যাঁ ভাবা স্বাভাবিক।
আসলে দুইটার ভেতর কোন মিল নাই শুধু টিউন বড় করার জন্যে দুইটা জিনিস একটা টিউন এ দিলাম। আশা করি Confusion এর সমাপ্তি ঘটেছে।
আর কথা বারাইলাম না । কাজের কথায় চলে যাই ।
Ubuntu কি? সেটা নিয়ে কোন কথা আমি বলতে চাইনা কারণ Ubuntu চেনেন না এমন মানুষ অন্তত Techtunes এ খুঁজে পাওয়া যাবেনা। যাই হোক Ubuntu কি সেটা নিয়ে কথা বলতে আসিনি, এসেছি Ubuntu SkinPack নিয়ে মানে মানে এক কথায় আপনার উইন্ডোজ এর জন্যে একটি Theme . যেটা ইন্সটল করলে আপনার উইন্ডোজ পিসি এর চেহারা কিছুটা বদলে লিনাক্স Ubuntu এর রূপ নেবে।
যা যা পাবেন SkinPack Ubuntu 2.0 তেঃ
এখানে ক্লিক করুন
{Support : Windows 8/8.1/7/SP1 [X86_X64] – [All Language] – [All Version]}
২. [Windows XP User] Ubuntu Skin Pack XP By F!r3 Sp!d3R.zip ডাউনলোড করতে [14.7 এমবি]
এখানে ক্লিক করুন
আসলে দুইটার ভেতর কোন মিল নাই শুধু টিউন বড় করার জন্যে দুইটা জিনিস একটা টিউন এ দিলাম। আশা করি Confusion এর সমাপ্তি ঘটেছে।
আর কথা বারাইলাম না । কাজের কথায় চলে যাই ।
SkinPack Ubuntu 2.0
যা যা পাবেন SkinPack Ubuntu 2.0 তেঃ
- Rocket Dock
- Cool Icons
- Ubuntu Wallpaper
- Ubuntu UI
- SideBar
- Many More
ডাউনলোড লিঙ্কঃ
১. SkinPack ubuntu 2.0 By F!r3 Sp!d3R.zip ডাউনলোড করতে [21.4 এমবি]এখানে ক্লিক করুন
{Support : Windows 8/8.1/7/SP1 [X86_X64] – [All Language] – [All Version]}
২. [Windows XP User] Ubuntu Skin Pack XP By F!r3 Sp!d3R.zip ডাউনলোড করতে [14.7 এমবি]
এখানে ক্লিক করুন
যেভাবে Install করবেনঃ
১. আগের কোন SkinPack থাকলে আমি বলার আগে Uninstall করুন।২. আপনার Antivirus কে কিছু সময়ের জন্যে বন্ধ করে দিন অন্যথায় মেগাবাইট গুলা জলে গেলে আমার দোষ না।
৩. 21.4 এমবি খরচ করে SkinPack ubuntu 2.0 By F!r3 Sp!d3R.zip ডাউনলোড করে নিন [ Win - 7/8/8.1 User]
অথবা 14.7 এমবি খরচ করে Ubuntu Skin Pack XP By F!r3 Sp!d3R.zip ডাউনলোড করে নিন [ Win - XP User]
৪. SkinPack ubuntu 2.0 By F!r3 Sp!d3R.zip Extract করুন এবং Setup.ex_ কে Rename করুন Setup.exe
৫. Setup.cmd রান করুন। কাজ শেষ।
কয়েকবার আপনার মনিটর Flash মারতে পারে। ভয়ের কিছু নাই। Win - XP User রা একি ভাবে ইন্সটল করুন।
Screenshots: