Showing posts with label উইন্ডোজ ফোন. Show all posts
Showing posts with label উইন্ডোজ ফোন. Show all posts
Saturday, August 29, 2015
উইন্ডোজ ফোনের সেরা দশটি অ্যাপ
১)Blink:উইন্ডোজ ফোনের অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যাপ এটি।যারা মোবাইল দিয়ে স্পোর্টস ফটোগ্রাফি করতে ভালোবাসেন তাদের জন্য এটি বেস্ট।এটি দিয়ে আপনি এক সেকেন্ডে ১৬ টি ফ্রেম ক্যাপচার করতে পারবেন।
২)Adobe Reader:কোনো পিডিএফ ফাইল পড়ার জন্য সব প্ল্যাটফর্মেই অ্যাডোব রিডার এর যথেষ্ঠ সুনাম আছে।
৩)Files:মেমোরি কার্ড ও ফোনের কনটেন্ট গুলো গুছিয়ে রাখার জন্য বিল্টইন ভাবে Storage Sense নামে একটি অ্যাপ পাবেন।কিন্তু প্রয়োজনীয়তার দিক দিয়ে বিল্ট ইন এই অ্যাপ এর চেয়ে অনেক উপরে আছে 'Files' অ্যাপটি।
৪)Modern Translate:বাঙ্গালীদের জন্য উইন্ডোজ প্ল্যাটফর্মের অন্যতম বড় সমস্যা হচ্ছে এখানে আপনি খুব একটা ডিকশনারি পাবেন না।যে কয়টা পাবেন সেগুলোও আপনার প্রয়োজন মেটাতে সক্ষম নয়।এ অবস্থায় আপনি হয়তো গুগল ট্রান্সলেট অ্যাপটি ডাউনলোড করে নিতে চাইবেন,কিন্তু আপনার জন্য আরেকটি দুঃসংবাদ।তা হলো উইন্ডোজ স্টোরে আপনি গুগল ট্রান্সলেট এর অফিসিয়াল অ্যাপস পাবেন না।এজন্য আপনি 'Modern Translate' অ্যাপটি ডাউনলোড করতে পারেন যা পুরোপুরি ' Google Translate' এর মতোই ব্যবহার করতে পারবেন।
৫)Playtube 2015:ইউটিউবের ভিডিও ডাউনলোড করার জন্য এ্যন্ড্রয়েড এর জনপ্রিয় অ্যাপ হলো টিউবমেট।উইন্ডোজেও আপনি টিউবমেট এর অনেকগুলো অ্যাপ পাবেন কিন্তু সবগুলোই ফেইক।এগুলো দিয়ে ভিডিওগুলো মেমরিতে ডাউনলোড করতে পারবেন না।কোনো ভিডিও মেমরিতে ডাউনলোডের জন্য আপনি 'PlayTube 2015' ব্যবহার করতে পারেন।
৬)Shazam:সঙ্গীতপ্রেমীদের জন্য দুর্দান্ত একটি অ্যাপ।অন্য কেউ কোনো গান বাজাচ্ছে,গানটি খুব ভালো লেগে গেলো।এখন আপনিও আপনার ফোনে গানটি বাজাতে চান অথবা গানটির লিরিক্স চান কিন্তু গানের নাম জানেন না।এক্ষেত্রে অ্যাপটি ওপেন করুন।আর পেয়ে যান গানসহ গানটির সব ডিটেইলস।
৭)UC Browser:শান্তিতে নেট ব্রাউজিং করার জন্য ভালো একটা ব্রাউজার লাগে।উইন্ডোজে আপনি UC Browser ছাড়া মনতুষ্ট করার জন্য আর কিছুই পাবেন না।
৮)Movie Maker 8.1:যারা মোবাইল দিয়ে শর্টফিল্ম বানাতে ভালোবাসেন এটি তাদের জন্য।এটি ডাউনলোড করতে গেলে আপনাকে টাকা খরচ করতে হবে।ফ্রি অ্যাপগুলোর মধ্যে আপনি 'Movie Creator Beta' ব্যবহার করতে পারেন।
৯)Pics Art:ভালো একটা ছবি তুলে সবার প্রথমে যেটা চাই তা হলো ছবিটা ইডিট করতে হবে।অ্যান্ড্রয়েডে হলে আপনি ৪-৫ টা ইডিটর ডাউনলোড করতেন এবং সম্মিলিতভাবে একটা ছবি ইডিট করতেন।উইন্ডোজে কিন্তু আপনি এ সুবিধাটা পাবেন না।কেননা উইন্ডোজের অধিকাংশ ফটো ইডিটর অ্যাপই ভুয়া।এক্ষেত্রে পিকস আর্ট আপনাকে সর্বোত্তম সুবিধাটা দিবে।
১০)OneDrive:বর্তমান যুগে ক্লাউড স্টোরেজ অত্যন্ত প্রয়োজনীয় একটি বন্ধু।ব্যক্তিগত তথ্য হালনাগাদের জন্য এটির প্রয়োজন বলে শেষ করা যাবে না।এটিতে একাউন্ট খুললেই আপনি ফ্রি ১৫ জিবি স্টোরেজ পাবেন।
Thursday, July 16, 2015
যে কোন ডকুমেন্ট স্ক্যান করুন আপনার উইন্ডোজ ফোন ও অ্যান্ড্রয়েড ফোন দিয়ে।
ডকুমেন্ট স্ক্যান করতে ডিভাইস হিসেবে সাধারণত ‘স্ক্যানার’ ব্যবহার করা হয়।উইন্ডোজ ফোন ও অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমের স্মার্টফোন দিয়েও এ কাজ করা যাবে। এ জন্য ফোনে থাকতে হবে অ্যাপ ‘ক্যামস্ক্যানার’ ও ক্যামেরা। মোবাইল ক্যামেরা দিয়ে তোলা ছবি ক্যামস্ক্যানের সাহায্যে স্ক্যান কপিতে রূপান্তরিত হবে।
তোলা ছবির সঙ্গে এভাবে স্ক্যান হওয়া ডকুমেন্টের প্রধান পার্থক্য হচ্ছে এটি স্মার্ট ক্রপিং এবং অটো ইমেজের মান বাড়াবে। স্ক্যান করা ইমেজের টেক্সট ও গ্রাফিক্সের রেজল্যুশনের মানও অনেক বাড়াতে পারবে।
মোবাইলে থাকা হাজারো ডকুমেন্ট থেকে ‘ওসিআর’-এর মাধ্যমে পিডিএফ ফাইল থেকে সার্চ করা কিওয়ার্ডের ফলাফলও দেখাতে পারবে এটি। ডকুমেন্টের নাম এডিট, ওয়াটার মার্ক যুক্ত করা ও মোবাইল ফোন থেকেই ডকুমেন্ট সম্পর্কে টিকাও যুক্ত করা যাবে। ফাইল লক করে রাখা যাবে পাসওয়ার্ড দিয়ে।
ক্যামস্ক্যানারের সাইটে লগ ইন করা থাকলে ফাইলগুলো ক্লাউডেও সংরক্ষিত থাকবে। পরবর্তীকালে এসব ফাইল স্মার্টফোন, ট্যাবলেট ও কম্পিউটার থেকে ব্যবহার করা যাবে। ক্লাউড সার্ভিস যেমন Box.com, Google Drive, Dropbox-এও কাজ করবে এটি।
ক্যামস্ক্যানারের ফুল ভার্সন ব্যবহার করতে হলে আপনাকে লাইসেন্স কিনতে হবে। গুগল প্লে স্টোরে যার দাম ১.৯৯ ডলার। আমি আপনাদের লাইসেন্স টি দিব ফ্রীতে।
অ্যান্ড্রয়েড
ক্যামস্ক্যানার ডাউনলোড লিঙ্ক – এখানে ক্লিক করুন।
লাইসেন্স ডাউনলোড লিঙ্ক – এখানে ক্লিক করুন।
ডাউনলোড হয়ে গেলে প্রথমে ক্যামস্ক্যানার ইন্সটল করুন। তারপর লাইসেন্সটি ইন্সটল করে ক্যামস্ক্যানারকে ফুল ভার্সন করে নিন।
উইন্ডোজ ফোন
Thursday, June 11, 2015
Windows Phone এর জন্য সেরা ৩ গেম
আইওএস এর সাথে না পারলেও আন্ড্রইড এর সাথে ভালই পাল্লা দিয়ে মাইক্রোসফট এর মোবাইল অপারেটিং সিস্টেম এখন অনেকেরই হাতে। আমিও পার্সোনালি ব্যবহার করি ও পছন্দ করি। হাজার গেম এর মধ্য থেকে আমার মতামত অনুযায়ী উইন্ডোজ ফোন এর সেরা ৩ গেম নিয়েই আজ আমার আয়োজন।
1. Asphalt 8: Airborne
আইওএস ও আন্ড্রইড মত উইন্ডোজ এও গেমটি বেশ জনপ্রিয়। তাছাড়া আইওএস এর মত উইন্ডোজ এরও বেশি র্যাম এর প্রয়োজন হয় না তাই মাত্র ৫১২ র্যাম এর ডিভাইস গুলাতেও গেম টি স্মুথলি খেলতে পারবেন। গেমলফট এর এই রেছিং গেমটি এত জনপ্রিয় কারন এর গ্রাফিক্স আর উইন্ডোজ ফোন এর গ্রাফিক্স কুয়ালিটি তুলনামুলক ভাল।
2. Age of Empires: Castle Siege
গেমটি উইন্ডোজ ফোন এর ক্লাশ অফ ক্লান্স এর চাহিদা পুরন করে। গেমটি কোন ভাবে ক্লাশ অফ ক্লান্স এর চেয়ে খারাপ বলা যায় না। আর মাইক্রোসফট গেম টি বানাতে কোন কপি করে নি।
3. Halo: Spartan Assault
গেমটি আসলে ১ এ থাকার কথা কিন্তু একমাত্র সমস্যা গেমটি কিনে খেলতে হয়। তবে আন্ড্রইড এর মত উইন্ডোজ এও পাইরেছি করে গেম টি খেলা। এটি মুলত একটি অ্যাকশান গেম যা এক্সবক্স এ অনেক আগে থেকেই তুমুল জনপ্রিয়।
এছাড়াও উইন্ডোজ প্রচুর গেম রয়েছে। উইন্ডোজ ১০ এ আরও আনেক আপডেট আসবে। বাংলাদেশে উইন্ডোজ ফোন ব্যাপক জনপ্রিয় না, লুমিয়া ৫৩৫ ও ৪৩৫ বের হওয়ার পর এখন অনেক দেখা যায়। আপনি যদি উইন্ডোজ ফোন এউসার হয়ে থাকেন তবে টিউমেন্ট এ জানান যা আমাদের আরও উইন্ডোজ ফোন নিয়ে টিউন করতে উৎসাহ করবে।
ফেসবুকে আমি।