আইওএস এর সাথে না পারলেও আন্ড্রইড এর সাথে ভালই পাল্লা দিয়ে মাইক্রোসফট এর মোবাইল অপারেটিং সিস্টেম এখন অনেকেরই হাতে। আমিও পার্সোনালি ব্যবহার করি ও পছন্দ করি। হাজার গেম এর মধ্য থেকে আমার মতামত অনুযায়ী উইন্ডোজ ফোন এর সেরা ৩ গেম নিয়েই আজ আমার আয়োজন।
1. Asphalt 8: Airborne
আইওএস ও আন্ড্রইড মত উইন্ডোজ এও গেমটি বেশ জনপ্রিয়। তাছাড়া আইওএস এর মত উইন্ডোজ এরও বেশি র্যাম এর প্রয়োজন হয় না তাই মাত্র ৫১২ র্যাম এর ডিভাইস গুলাতেও গেম টি স্মুথলি খেলতে পারবেন। গেমলফট এর এই রেছিং গেমটি এত জনপ্রিয় কারন এর গ্রাফিক্স আর উইন্ডোজ ফোন এর গ্রাফিক্স কুয়ালিটি তুলনামুলক ভাল।
2. Age of Empires: Castle Siege
গেমটি উইন্ডোজ ফোন এর ক্লাশ অফ ক্লান্স এর চাহিদা পুরন করে। গেমটি কোন ভাবে ক্লাশ অফ ক্লান্স এর চেয়ে খারাপ বলা যায় না। আর মাইক্রোসফট গেম টি বানাতে কোন কপি করে নি।
3. Halo: Spartan Assault
গেমটি আসলে ১ এ থাকার কথা কিন্তু একমাত্র সমস্যা গেমটি কিনে খেলতে হয়। তবে আন্ড্রইড এর মত উইন্ডোজ এও পাইরেছি করে গেম টি খেলা। এটি মুলত একটি অ্যাকশান গেম যা এক্সবক্স এ অনেক আগে থেকেই তুমুল জনপ্রিয়।
এছাড়াও উইন্ডোজ প্রচুর গেম রয়েছে। উইন্ডোজ ১০ এ আরও আনেক আপডেট আসবে। বাংলাদেশে উইন্ডোজ ফোন ব্যাপক জনপ্রিয় না, লুমিয়া ৫৩৫ ও ৪৩৫ বের হওয়ার পর এখন অনেক দেখা যায়। আপনি যদি উইন্ডোজ ফোন এউসার হয়ে থাকেন তবে টিউমেন্ট এ জানান যা আমাদের আরও উইন্ডোজ ফোন নিয়ে টিউন করতে উৎসাহ করবে।
ফেসবুকে আমি।
0 comments:
Post a Comment
প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত যানাতে ভুলবেন না । তবে এমন কিছু মন্তব্য করবেন না যাতে লেখকের মনে আঘাত করে ।