ধারণা বদলাইয়াছে। একটা সময় মনে করিতাম ছালছোলা সি দিয়া প্রোগ্রামিং শেখা শুরু করা উচিত। তাহার কিছুদিন পর ভাবিতাম আছোলা পাইথন দিয়া শুরু করিলে আরো ভাল হয়। এই কয়েকদিন আগেও মনে করিতাম জাভা দিয়া শুরু করিলেও মন্দ হয় না।
তবে ব্যাপক গবেষণার পর এই সিদ্ধান্তে উপনীত হইলাম যে সবচেয়ে উত্তম হইল সি দিয়া প্রোগ্রামিং ক্যারিয়ার আরম্ভ করা।ইহা সহজ, সাধারণ, আর ইহা শেখার পর, বাকি সকল ল্যাঙ্গুয়েজই তুড়িতে তুড়িতে শিখিতে পারা যায়।
যদিও অনেক প্রোগ্রামার মনে করিয়া থাকেন যে শেখার জন্য উৎকৃষ্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নির্বাচন করার চেয়ে উত্তম হল উৎকৃষ্ট প্রোগ্রামার হওয়া। তথাপি একজন কত ভাল বীজ বুনতে জানেন তার চেয়েও বীজ কতটা ভাল তার গুরুত্ব বেশি। কিন্তু যেকোন ল্যাঙ্গুয়েজ দিয়েই প্রোগ্রামিং শেখা শুরু করা যাইতে পারে। মূল কথা হজম করা। কেউ কুমির খাইয়া হজম করিতে পারিলে সে তা খাইতেই পারে।
0 comments:
Post a Comment
প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত যানাতে ভুলবেন না । তবে এমন কিছু মন্তব্য করবেন না যাতে লেখকের মনে আঘাত করে ।