ছবি এডিটিং এর জন্য ব্যবহৃত সফটওয়্যারগুলো "ফটোশপ সফটওয়্যার" হিসেবেই পরিচিত। আর আমাদের মধ্যে শতকরা ৮০% মানুষ ফটোশপ সফটওয়্যার হিসেবে অ্যাডোবি ফটোশপকেই চিনে থাকে। ১৯৮২ সালে আমেরিকার ক্যালিফোর্নিয়াতে প্রতিষ্ঠিত অ্যাডোবি কোম্পানি অনেক ধরণের সফটওয়্যার তৈরি করে থাকলেও এটি মূলত ফটোশপের জন্যই সবচেয়ে বেশি পরিচিত।
অ্যাডোবি সিস্টেমস এর সর্বাধিক আলোচিত এবং বিক্রিত সফটওয়্যার "অ্যাডোবি ফটোশপের" অনেকগুলো ভার্সন রয়েছে যার সবগুলোই ব্যবহারকারীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। তেমনি কয়েকটি ভার্সন হলঃ
- অ্যাডোবি ফটোশপ সিএস (Adobe Photoshop CS)
- অ্যাডোবি ফটোশপ সিএস ২, ৩, ৪, ৫, ৫.১, ৬ (Adobe Photoshop CS2, CS3, CS4, CS5, CS5.1, CS6)
আর সর্বশেষ ভার্সন হলঃ অ্যাডোবি ফটোশপ সিসি (Adobe Photoshop CC)।
Adobe থেকে এই সফটওয়্যারটি কিনতে হলে প্রতি মাসে গুনতে হবে ১৯.৯৯ ডলার। আর সফটওয়্যারটির স্বাদ নেয়ার জন্য Adobe ফ্রি ট্রায়াল ভার্সনের ব্যবস্থা রেখেছে যার মেয়াদ ৩০ দিন।
Adobe থেকে এই সফটওয়্যারটি কিনতে হলে প্রতি মাসে গুনতে হবে ১৯.৯৯ ডলার। আর সফটওয়্যারটির স্বাদ নেয়ার জন্য Adobe ফ্রি ট্রায়াল ভার্সনের ব্যবস্থা রেখেছে যার মেয়াদ ৩০ দিন।
তবে আপনি যদি Adobe Photoshop CC সফটওয়্যারটির অরিজিনাল ভার্সন সম্পূর্ণ বিনামূল্যে নিতে চান তাহলে আর দেরী না করে এক্ষুনি নিচের লিঙ্ক থেকে ডাউনলোড করে নিন Adobe Photoshop CC যার মেয়াদ আজীবন।
সফটওয়্যারটি ডাউনলোড করুন নিচের লিঙ্ক থেকে...
Adobe Photoshop CC Free Download
সফটওয়্যারটি ইন্সটল করার জন্য নিচের দিকনির্দেশনা অনুসরণ করুন...
১. প্রথমে আপনার ইন্টারনেট কানেকশন অফ করে নিন।
২. তারপর উপরের লিঙ্ক থেকে ডাউনলোড করা .zip ফাইলটি unzip করে নিন।
৩. এরপর ফোল্ডারের ভেতরে যেয়ে নিচের ছবির মতো Set-up.exe ফাইলে ডাবল ক্লিক করে ইন্সটল করুন।
৪. নিচের ছবির মতো "Try" অপশন সিলেক্ট করুন।
৫. এবার "Sign In" এ ক্লিক করুন।
৬. আপনার ইন্টারনেট কানেকশন অফ থাকার কারণে একটি নোটিফিকেশন দেখাবে। আপনি নিচের মতো করে "Sign In Later" এ ক্লিক করবেন।
৭. ল্যাঙ্গুয়েজ হিসেবে "English" সিলেক্ট করে "Install" এ ক্লিক করুন।
৮. ইন্সটলেশন সম্পূর্ণ হওয়া পর্যন্ত কিছুক্ষণ অপেক্ষা করুন।
৯. ইন্সটল কমপ্লিট হলে "Launch Now" এ ক্লিক করুন।
১০. আপনাকে পুনরায় সাইন-ইন করতে বলবে, আপনি আবারও "Sign In Later" এ ক্লিক করবেন।
১১. এবার "Start Trial" এ ক্লিক করুন।
১২. Software License Agreement "Accept" করুন।
১৩. সফটওয়্যারটি ইন্সটল করা শেষে "Launch" হলে সফটওয়্যারটি ক্লোজ করে দিন।
সফটওয়্যারটির আজীবন মেয়াদ পেতে চাইলে আসল কাজ এবার শুরু করুন...
নিচের লিঙ্ক থেকে Adobe Photoshop CC এর Activation ফাইলটি ডাউনলোড করুন।
Adobe Photoshop CC Activation File Download
এবার নিচের দিকনির্দেশনা অনুসরণ করুন...
১. প্রথমে উপরের লিঙ্ক থেকে ডাউনলোড করা Activation .zip ফাইলটি unzip করে নিন।
২. ফোল্ডারের ভেতরে "amtlib.dll" নামে একটি ফাইল দেখতে পাবেন।
৩. এবার আপনার কম্পিউটারের "C" ড্রাইভে যান। আপনি যদি ৩২বিটের পিসিতে সফটওয়্যারটি ইন্সটল করে থাকেন তাহলে C ড্রাইভের ভেতরে "Program Files (x86)" ফোল্ডারের ভেতরে "Adobe" নামক একটি ফোল্ডার পাবেন এবং তার ভেতরে "Adobe Photoshop CC 2014" নামের একটি ফোল্ডার দেখতে পাবেন।
অর্থাৎ ফোল্ডার ডিরেক্টরি হলঃ C:\Program Files (x86)\Adobe\Adobe Photoshop CC 2014
আর আপনি ৬৪বিটের পিসিতে সফটওয়্যারটি ইন্সটল করে থাকেন তাহলে C ড্রাইভের ভেতরে "Program Files" ফোল্ডারের ভেতরে "Adobe" নামক একটি ফোল্ডার পাবেন এবং তার ভেতরে "Adobe Photoshop CC 2014" নামের একটি ফোল্ডার দেখতে পাবেন।
অর্থাৎ ফোল্ডার ডিরেক্টরি হলঃ C:\Program Files\Adobe\Adobe Photoshop CC 2014
নোটঃ আমাদের মূল লক্ষ্য হচ্ছে "Adobe Photoshop CC 2014" ফোল্ডারে যাওয়া।
৪. এবার যেই Activation ফোল্ডারটি ডাউনলোড করেছেন সেই ফোল্ডারের ভেতরের "amtlib.dll" ফাইলটি "Adobe Photoshop CC 2014" ফোল্ডারের ভেতরে কপি-পেস্ট করুন।
নোটঃ কপি-পেস্ট করার সময়ে অবশ্যই "Move and Replace" সিলেক্ট করবেন।
ব্যাস!!!
সব কাজ এখন শেষ। আপনার "Adobe Photoshop CC" সফটওয়্যারটি এখন আর কখনো লাইসেন্স-কী চাইবে না। উপভোগ করুন আজীবন মেয়াদের "Adobe Photoshop CC" সফটওয়্যার।
0 comments:
Post a Comment
প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত যানাতে ভুলবেন না । তবে এমন কিছু মন্তব্য করবেন না যাতে লেখকের মনে আঘাত করে ।