MX কে আমরা ভিডিও প্লেয়ার হিসেবেই জানি এবং আমরা অডিও এর জন্যে আলাদা প্লেয়ার ব্যবহার করি। কিন্তু এতে এপের সংখা এবং ঝামেলা দুটই বাড়ে। তাই ঝামেলা থেকে মুক্ত হতে আমরা মক্স কেই অডিও প্লেয়ার হিসেবে ব্যবহার করতে পারি। সামান্য সেটিং চেঞ্জ করলেই কিন্তু এটিকে অডিও প্লেয়ার হিসেবে ব্যবহার করা যায়। কিভাবে করবেন? আমি বলে দিচ্ছি -
প্রথমে mx এর উপরে : এমন চিহ্নে ক্লিক করুন। তারপর settings > audio > audio player (use as audio player) এটা মার্ক করুন।
ব্যাস হয়ে গেল অডিও প্লেয়ার।
আবার দেখা যায় mx player হাইড করলে গান থেমে যায়। চট করে এটারও সমাধান নিন। এজন্যে আপনাকে পুর্বের মত setting এ যেতে হবে। setting এ যাওয়ার পর player এ যাবেন। player এ নিচের দিকে দেখুন লেখা আছে background play. background play অপশনটা mark করে দিন। হয়ে গেল। এখন হাইড কেন ক্লিয়ার করলেও গান বাজবে অর্থাৎ background এ play হবে। নোটিফিকেশন এ গিয়ে এটি সহজেই বন্ধ বা ক্লোজ করে দিতে পারবেন।
আমরা অস্থির পোলাপান তো তাই মাঝে মাঝে ওই গুলা না দেখলে ঠিক থাকতে পারি না। আবার ফোনে ওগুলা রাখাও রিস্ক হঠাৎ যদি কেউ দেখে ফেলে! যে কারনে আমরা সহজ পদ্ধতিতে ফোল্ডার এর আগে ডট মানে ফুল স্টপ ব্যবহার করে হাইড করি। আপনার জন্যে এই সুবিধা যে হাইড করা এসব গোপন জিনিস MX player শো করে না। কিন্তু একটু সেটিংস চেঞ্জ করে আপনি সুবিধা মত এগুলা দেখতে পারবেন এবং হাইডও করতে পারবেন। এজন্যে আবার সেটিংস এ যেতে হবে। সেটিংস এ list এ যান। তারপর সবার নিচে যান এবং show hidden file খুজে বের করুন। তারপর অপশনটা মার্ক করুন। তারপর ব্যাক করে রিফ্রেশ আইকনে ক্লিক দিয়ে দেখুন আপনার গোপন ফাইল গুলো চলে আসছে।
আবার আপনার দরকার মিটে গেলে আগের মত গিয়ে অপশনটা আনমার্ক করুন। ব্যাস হয়ে গেল।
আবার আপনার দরকার মিটে গেলে আগের মত গিয়ে অপশনটা আনমার্ক করুন। ব্যাস হয়ে গেল।
অনেক সময় আমরা ফোনে হাই কোয়ালিটি ভিডিও দেখি যে গুলা দেখার সময় মাঝে মাঝে আটকে যায়। mx player দিয়ে আপনি এই সমস্যা সমাধান করতে পারেন। এজন্যে আপনি ভিডিও প্লে করার সময় উপরে s/w লেখাতে ক্লিক করে h/w decoder সিলেক্ট করুন। আর যদি h/w আগে থেকেই থাকে তো আপনার কপালে নাই।
mx player সুবিধা বলে শেষ করার না। এটির আরেকটি সুবিধা হল লাইভ স্টিমিং। mx player এর উপরে : এই চিহ্নে ক্লিক দিন। এখানে পাবেন network steam। নেটওয়ার্ক স্টিম এ ক্লিক দিয়ে ওখানে বক্সে যে কোন ভিডিও, অডিও লিংক বা আইপি দিয়ে লাইভ স্টিম ও করতে পারেন।
এছাড়া ও আছে সার্চ ইঞ্জিন। যেটি ব্যবহার করে আপনি দ্রুত ফাইল খুজে পেতে পারেন।
এছাড়াও অন্যান্য প্লেয়ার এর মত এটিতে ভলিউম, ব্রাইটনেস কমানো বাড়ানো সহ বাকি সুবিধা গুলো আছে। আপনি যদি একটু সেটিংস ঘাটাঘাটি করেন তো এমন অনেক সুবিধা পাবেন যে গুলো আপনি হয়ত ভাবেন এ নাই।
এছাড়াও অন্যান্য প্লেয়ার এর মত এটিতে ভলিউম, ব্রাইটনেস কমানো বাড়ানো সহ বাকি সুবিধা গুলো আছে। আপনি যদি একটু সেটিংস ঘাটাঘাটি করেন তো এমন অনেক সুবিধা পাবেন যে গুলো আপনি হয়ত ভাবেন এ নাই।
অনেক কথা বল্লাম। আর না। নিচ এ ডাউনলোড লিংক দেয়া আছে। ঝট পট ডাউনলোড করুনকরুন।
এট হল প্লে স্টোর লিংক
যাদের প্লে স্টোরে সমস্যা আসে তারা মিরর ব্যবহার করুন।
মিরর
এট হল প্লে স্টোর লিংক
যাদের প্লে স্টোরে সমস্যা আসে তারা মিরর ব্যবহার করুন।
মিরর
ReplyDeletethanks a lot for this
Download UC Browser 11.2.0.915 APK for Android