আপনি কি অনলাইন সিকিউরিটি স্পেশালিষ্ট কিংবা আপনার কি অনলাইন সিকিউরিটি নিয়ে কাজ করার ইচ্ছা আছে। আপনি যদি খুব ভাল মানের সিকিউরিটি স্পেশালিষ্ট হয়ে থাকেন তবে আয় করতে পারেন বিভিন্ন ওয়েবসাইটের ভুল (bug) খুজে বের করে ।
অ্যাভাষ্ট : জনপ্রিয় একটি অ্যন্টিভাইরাস। অ্যাভাষ্ট ওয়েবসাইটে বাগ খুজে বের করে আপনি পেতে পারেন সর্বনিম্ন ৪০০ ডলার থেকে ১০০০০ ডলার পুরষ্কার। যে সকল ক্ষেত্রে অ্যাভাষ্ট পুরস্কার প্রদান করে থাকে । তা হচ্ছে Remote Code Execution. Local privilege escalation, Denial-of-service (DoS), Scanner bypass সহ অন্যান্য সিকিউরিটি ইস্যুতে । বিস্তারিত দেখুন : এভাষ্ট ওয়েবসাইট
কয়েনবেস : খুব ক্ষুদ্র ভুল থেকে শুরু করে রিমোট কোড এক্সিকিউশনের মত ভুলের জন্য আপনাকে পুরষ্কুত করবে কয়েন বেস । সর্বনিম্ন ১০০ ডলার থেকে শুরু করে ১০০০০ ডলার এর পুরষ্কার পেতে পারেন। বিস্তারিত দেখুন : কয়েনবেস
গুগল ক্রোম : শুধু মাত্র তথ্য চুরি করতে পারলেও পুরষ্কৃত করে গুগল ক্রোম। সর্বনিন্ম ৫০০ ডলার থেকে এই পুরষ্কার শুরু। সর্বোচ্চ ১৫০০০ ডলার। যেকোন ধরনের রিপোর্টের জন্য পুরষ্কৃত করে গুগল ক্রোম । বিস্তারিত দেখুন : গুগল ক্রোম
গুগল: ভুল ধরার জন্য সবচেয়ে বেশী পরিমান পেমেন্ট দিয়ে থাকে গুগল । ছোট খাট ভুল থেকে ৫০০ ইউএসডি থেকে ২০০০০ ইউএসডি পর্যন্ত প্রদান করে থাকে গুগল । যেসকল সাইটের ভুল ধরার জন্য গুগর পুরষ্কৃত করে থকে তাহচ্ছে google.com , blogger.com , youtube.com
বিস্তারিত দেখুন : গুগল রিওয়ার্ড প্রোগ্রাম
বিস্তারিত দেখুন : গুগল রিওয়ার্ড প্রোগ্রাম
মাইক্রোসফট: প্রতিবছর নিদির্ষ্ট সময়ের জন্য ভুল ধরার প্রোগ্রাম রান করে থাকে মাইক্রোসফট। এই প্রজেক্টের আওতায় আপনি ভুল ধরতে পারলে আপনাকে দেওয়া হবে মোটা অংকের পুরষ্কার। প্রোজেক্ট সম্পর্কে বিস্তারিত জানা যাবে : মাইক্রোসফট ওয়েবসাইট
এছাড়া আরও অসংথ্য প্রতিষ্ঠান ওয়েবসাইটের ভুল ধরার জন্য পুরষ্কৃত করে থাকে । যেমন ফেইসবুক, পেপাল, মজিলা সহ আরও অসংথ্য প্রতিষ্ঠান।
এছাড়াও সিকিউরিটি স্পেশালিষ্ট এর অনেক কাজ মার্কেট প্লেস এ পাওয়া যায়। কাজের তুলানায় মার্কেটপ্লেস এ সিকিউরিটি স্পেশালিষ্ট এর সংখ্যা অনেক কম। তাই আজই মনোযোগ দিন সিকিউরিটি স্পেশালিষ্ট হয়ে উঠুন।