উইন্ডোজ ১০ বর্তমান সময়ে সব থেকে আলোচিত একটি OS আমারা সবাই জানি এটা গত ২৯ জুলাই অফিসিয়াল ভাবে ফাইনাল ভার্সন রিলিজ হয়েছে । আমি নিজেই ব্যবহার শুরু করেছি এবং এখুন পর্যন্ত উইন্ডোজ ১০ আমার খুব ভালই লেগেছে। এই নতুন OS এ আনা হয়েছে অসধারন সব নতুন ফিচার। তবে যারা উইন্ডোজ ৮ বা ৮.১ ব্যবহার করেছেন তাদের কাছে খুব একটা নতুন মনে হবে না তবে অনেক কিছুই নতুন মনে হবে। কিন্তু যারা উইন্ডোজ ৭ থেকে সরাসরি উইন্ডোজ ১০ ব্যবহার শুরু করেছেন তাদের কাছ এক কথাই অসাধারন মনে হবে। কারন এর সঙ্গে ৭ এর কোন মিল নেই। তাছাড়া এই নতুন উইন্ডোজের সেটিং এ খুব একটা পরিবর্তন না থাকলেও অনেক কিছুই পরিবর্তন করা হয়েছে। তেমনি আজকে একটি সেটিং নিয়ে পোস্ট করবো, আমারা সাধারনত আগের উইন্ডোজে খুব সহজে কন্ট্রোল প্যানেল থেকে অটো আপডেট বন্ধ করতে পারতাম কিন্তু আপনি যদি এই নতুন ভার্সন ব্যবহার করেন তাহলে আপনি সেই অপশন খুজে পাবেন না আর উইন্ডোজ ১০ হোম ভার্সন ব্যবহার করলে ত এই অপশন পাবেনিনা কারন এই অপশন তাতে নেই তবে PRO enterprise এ আপনি আপডেট বন্ধ করতে পারবেন। কিভাবে করবেন নিচের কিছু স্টেপ দেখুন ।
কিভাবে উইন্ডোজ ১০ অটো আপডেট বন্ধ করবেন !
প্রথমে আপনার পিসি অন করুন এবং সার্চ বক্সে গিয়ে লিখুন View local services এবং এন্টার করুন তাহলেই একটি পেজ আসবে নিচের চিত্রের মত ।
এবার চেক করব Windows আপডেট অপসন..
টাইপ করুন সার্চ বার-এ Check For Update নিচের ছবির মতো press ENTER
সতর্কবাণী
View Local Services এ windows update সিলেক্ট করবেন ঠিক করে না হলে উইন্ডোস আপডেটর জায়গাতে অন্য কোনো সার্ভিস বন্ধ হয়ে যাবে।
0 comments:
Post a Comment
প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত যানাতে ভুলবেন না । তবে এমন কিছু মন্তব্য করবেন না যাতে লেখকের মনে আঘাত করে ।