Bdhuge | Technology Journey.
  • Home
  • Business
    • Internet
    • Market
    • Stock
  • Parent Category
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
  • Featured
  • Health
    • Childcare
    • Doctors
  • Home
  • Business
    • Internet
    • Market
    • Stock
  • Downloads
    • Dvd
    • Games
    • Software
      • Office
  • Parent Category
    • Child Category 1
      • Sub Child Category 1
      • Sub Child Category 2
      • Sub Child Category 3
    • Child Category 2
    • Child Category 3
    • Child Category 4
  • Featured
  • Health
    • Childcare
    • Doctors
  • Uncategorized

Saturday, May 30, 2015

সেরা এন্ড্রয়েড এন্টিভাইরাস অ্যাপস এবং এ সম্পর্কে কিছু তথ্য

 10:58 AM     এন্ড্রয়েড ফোন     No comments   

360 মোবাইল সিকিউরিটি



৩৬০ মোবাইল সিকিউরিটি সমস্ত এন্ড্রয়েড প্রেমিকদের জন্য এটি খুব জনপ্রিয় অ্যাপ। এবং অধিক ব্যাবহৃত মোবাইল ফোনের ১০০%সুরক্ষার নিশ্চয়তা দেয়। এটি ফ্রি এবং অধিক কার্যকর একটি অ্যান্ড্রয়েড অ্যাপস। আজকাল অধিকাংশ এন্ড্রয়েড মোবাইলে ইন্টারনেটচালানো সহ বিভিন্ন ভাবে ভাইরাস আক্রমন করে থাকে। যার ফলে মোবাইল স্লো সহ নানা প্রকার সমস্যা দেখা দেয়। যার সমাধান দিতে পারে এই অ্যাপসটি। আপনার যদি মনে করনে আপনার android ফোন কে যথেষ্ট সুরক্ষা দতে চান তা হলে ৩৬০ মোবাইল সিকিউরিটি আপনার জন্য গুরুত্বপুর্ন ভুমিকা পালন করবে।
অ্যাপসটির বৈশিষ্ট্য সমুহঃ
  1. ডুয়েল লেয়ার প্রটেকশান ক্ষমতা সমৃদ্ধ।
  2. ট্রাস ফাইল সহ ক্ষতিকর সব ফাইল সমুহ অটোমেটিক স্ক্যান করে।
  3. অনাকাঙ্খিত কল এবং এস,এম,এস ব্লক করার সুবিধা।
  4. ফোনবুক এবং এস,এম,এস ব্যাকআপ সুবিধা
আপনি যদি এন্ড্রয়েড ইউজার হন তাহলে এই অ্যাপসটি আপনার জন্য খুবই উপকারি। অ্যাপসটি গুগল প্লেস্টোর বিনামুল্যে ডাউনলোড করার যাবে।
Kaspersky Internet Security

ক্যাসপারস্কাই ইন্টারনেট সিকিউরিটি হচ্ছে লেটেস্ট মোবাইল সিকিউরিটি টেকনোলজির ভাইরাস প্রটেকশান সফটওয়্যার। এটি অধিক ক্ষমতা সম্পন্ন। সেরা বৈশিষ্ঠ্য সম্পন্ন ক্যাসপারস্কাই ইন্টারনেট সিকিউরিটি সম্পুর্ন ফ্রি এবং এন্ড্রয়েড ফোন ও ট্যাবের জন্য খুবই উপযোগি। আপনার ফাইল সুরক্ষা এবং ভাইরাস এর আক্রমন রোধ করতে ক্যাসপারস্কাই গুরুত্বপুর্ন ভুমিকা পালন করে।
ক্যাসপারস্কাই ইন্টারনেট সিকিউরিটি এর বৈশিষ্ঠ্যঃ

  1. এটি সম্পুর্ন ফ্রিতে ডাউনলোড করা যাবে
  2. এটি ক্যাসপারস্কাইল্যাবের নতুন সুরক্ষা প্রযুক্তি
  3. এটি স্বয়ংক্রিয় ভাবে ডিভাইসকে স্ক্যান ও নিয়ন্ত্রন করে।
  4. অতিরিক্ত এলার্ম সুবিধা যেটা আপনাকে ফোন খুজে পেতে সাহায্য করে।
  5. এই অ্যাপসের মাধ্যমে আপনি ফোনকল ও টেক্সট মেসেজ ফিল্টার করতে পারবেন।
এছাড়া আরও অন্যান্ন সুবিধা আপনি অ্যাপসটি থেকে পেতে পারেন। অ্যাপসটি গুগল প্লে স্টোর থেকে বিনামুল্যে ডাউনলোড করতে পারেন।
AVG AntiVirus Security

এন্ড্রয়েড ফোনের ক্ষতিকর ভাইরাস দুর করা এবং প্রয়োজনীয় ফাইলের নিরাপত্তা দেয়ার জন্য এভিজি এন্টিভাইরাস খুবই উপকারী একটি এন্টিভাইরাস। অ্যাপসটির মাধ্যমে আপনি আপনার এন্ডয়েড ফোনের সর্বোচ্চ নিরাপত্তা প্রদান সহ ফোন কল ও টেক্সট মেসেজ ফিল্টার করতে পারবেন। অ্যাপসটি অটোমেটিক ভাবে ফোনের ফাইল সমুহ স্ক্যান করে এবং ভাইরাস পেলে নোটিফিকেশন প্রদান করে।
অ্যাপসটির বৈশিষ্ঠ্যঃ

  1. ১০০,০০০,০০০ অধিক অ্যান্ড্রয়েড ব্যাবহারকারী অ্যাপসটি ব্যাবহার করে।
  2. স্বয়ংক্রিয়ভাবে অ্যাপ, সেটিংস, ও মিডিয়া ফাইল স্ক্যান করে থাকে।
  3. যে ফাইল সমুহ ফোনকে স্লো করে দেয় সে সমস্ত ফাইল সমুহ ধ্বংশ করে।
  4. এটি সম্পুর্ন ফ্রি এবং সহজে ব্যাবহার উপযোগী এন্টিভাইরাস অ্যাপস
  5. নিরাপদে ইন্টারনেট ব্রাউজ করার নিশ্চয়তা প্রদান করে।
এছাড়া অ্যাপটি থেকে আপনি আরও অনেক সুবিধা পেতে পারেন এজন্য আপনাকে বিনামুল্যে গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে।
আশা করি তথ্যগুলো আপনাদের ভালো লেগেছে। আগামিতে আরও প্রয়োজনীয় সব তথ্য নিয়ে হাজির হতে পারি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।

Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

অ্যান্ড্রয়েড মোবাইলের জনপ্রিয় দুটি FILE MANAGER

 10:26 AM     এন্ড্রয়েড ফোন     No comments   

S File Explorer এবং X-plore
নিচ থেকে File Manager দুটি সম্পর্কে বিস্তারিত জানুন এবং যার যেটা ভাল লাগে ডাউনলোড করে নিন
Download পেজে গিয়ে Download লিংক এ ক্লিক করে ডাউনলোড করতে পাররবেন

X-plore

About:
  1. নাম: X-plore File Manager
  2. ভার্শন: ৩.৭০.০১
  3. File Type: Apk
  4. File Size: ২.৩০ M.B

Feature:
  1. Zip এবং Rar ফাইল বানাতে পারবেন
  2. Zip এবং Rar ফাইল Extract করতে পারবেন
  3. নতুন টেক্সট ফাইল বানিয়ে পরে এডিট করতে পারবেন
  4. Disk Map দেখতে পারবেন
  5. Root, FTP, SMB
  6. Sqlite, Picasa
  7. 7zip explorer, ইত্যাদি

Screenshot:


Download


ES File Explorer

About:
  1. নাম: ES File Explorer
  2. ভার্শন: ৩.২.৫.১
  3. File Type: Apk
  4. File Size: ৪.৭ M.B
  5.  
Feature:
১) ডাটা কেবল ছাড়া মোবাইলের ফাইল কম্পিউটারে দেখতে পারবেন
২) এক সাথে অনেক গুলো সফটওয়্যার আনইনেষ্টল করতে পারবেন
৩) সফটওয়্যারের ফাইল Extract করতে পারবেন
৪) এক মোবাইল থেকে অন্য মোবাইলে দ্রুত ফাইল ট্রান্সপার করতে পারবেন
৫) মোবাইলের পেট্রান ভুলে গেলে রিমোব করতে পারবেন
৬) প্রতেক পোল্ডার আলাদা ভাবে পাসওয়ার্ড দিতে পারবেন
৭) হোষ্ট ফাইল এডিট করতে পারবেন
Download

পোষ্টটি সর্বপ্রথম প্রকাশিত আমার ব্লগ BDTuner.Com এ
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

SSC RESULT 2015 এর ফলাফল দেখুন এবার অ্যান্ড্রয়েড আপ্স এর মাধ্যমে

 10:12 AM     No comments   

২০১৫  সালের  এস.এস.সি ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ৩০ মে প্রকাশিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। ১১ মে সোমবার  সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এ তথ্য জানান শিক্ষামন্ত্রী।
শিক্ষামন্ত্রী জানান, ওই দিন সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফল হস্তান্তর করা হবে। এ সময় প্রধানমন্ত্রী কয়েকটি বিদ্যালয়ে ভিডিও কনফারেন্স করে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলবেন।
Image result for ssc result 2015
এরপর দুপুর ১টায় সচিবালয়ে সংবাদ সম্মেলনে ফলাফলের বিস্তারিত তুলে ধরবেন শিক্ষামন্ত্রী।
বেলা দেড়টা থেকে শিক্ষার্থীরা ইন্টারনেট, মোবাইলের এসএমএস ও নিজ নিজ প্রতিষ্ঠান থেকে ফল জানতে পারবে।
এবার ২৭ হাজার ৮০৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৪ লাখ ৭৯ হাজার ২৬৬ জন শিক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়।
আপনি মোবাইল এ এস এম এস এর মাধ্যমে ও ফলাফল জানতে পারেন
SMS এর মাধ্যমে ফলাফল পাওয়ার পদ্ধতিঃ

SSC First 3 Letters of Your BoardRoll NumberPassing Year and send SMS 16222.
উদাহরণঃ 
SSC Dha 123456 2015 and send SMS 16222
SMS পদ্ধতি মাদ্রাসা শিক্ষা বোর্ডের জন্যঃ 
DakhilFirst 3 Letters of Your BoardRoll NumberPassing Year and send SMS 16222.
উদাহরণঃ 
Dakhil Mad 123456 2015 and send SMS 16222
এসএসসি ভোকেশনালের জন্যঃ 
SSCFirst 3 Letters of Your BoardRoll NumberPassing Year and send SMS 16222.
উদাহরণঃ 
SSC Tec 123456 2015 and send SMS 16222

এছাড়াও আপনি আপনার অ্যান্ড্রয়েড মোবাইল এর মাধ্যমে ও আপস ডাউনলোড করে খুব সহজে ফলাফল জানতে পারেন

আপ্সটি ডাউনলোড করতে এখান ক্লিক করুন।

এছাড়া সরাসরি ওয়েবসাইট থেকে ও ফলাফল জানতে পারেন ওয়েবসাইট educationboardresults.gov.bd 

পুর্বে প্রকাশিত http://www.results.com.bd/
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

২০১৫ সালের এক্সক্লুসিভ কয়েকটি ফ্রী অ্যান্ড্রয়েড গেম

 10:01 AM     এন্ড্রয়েড ফোন     No comments   

Bus Simulator 2015
হ্যাঁ বন্ধুরা প্রথমে আমরা যে গেমটির সাথে পরিচয় হব সেটি হল Bus Simulator গেম। Bus Simulator গেমটি ২০১৫ সালের সর্বশেষ সিমুলেশন খেলা যেটা আপনাকে একজন সত্যি সত্যি বাসের চালোক হবার সুযোগ প্রদান করবে। বাস্তবসম্মত ম্যাপ, অসাধারণ গাড়ি, চমৎকার অভ্যন্তরভাগ সহ অনেক কিছু আছে এই গেমটিতে এছাড়া চমৎকার সব ফিচার দিয়ে গেমটি সাজানো যেমন এর ভিতর আছে,
Image result for Bus Simulator 2015
  • বাস্তবসম্মত ম্যাপ ( লস এঞ্জেলেস, প্যারিস, রোম, বার্লিন, আলাস্কা, ইত্যাদি )
  • ১৫ টি বাস ( আর্টিকুলেটেড, ডবল ডেকার, স্কুল, ইত্যাদি )
  • দরজা খোলা / বন্ধ বাটন
  • অ্যানিমেটেড মানুষ বাস থেকে উঠতে পারবে এবং নামতে পারবে
এছাড়া গেমটিতে আরো অনেক ফিচার আছে যা আপনার কাছে খুব ভালো লাগবে
TAP SPORTS BASEBALL 2015
এখন যে গেমটি নিয়ে আমরা আলোচনা করব সেটি হল TAP SPORTS BASEBALL 2015 খেলোয়াড় নির্বাচন করুন আপনার প্রধান লীগের জন্য আপনার প্রো লাইন আপ সেট করুন এবং আপনার বন্ধুদের চ্যালেঞ্জ ইন এই খেলাটি খেলার জন্য। দারুন সব ফিচার এ ভরপুর গেমটি যেমন,
Image result for TAP SPORTS BASEBALL 2015
  • সহজ একটি টাচ নিয়ন্ত্রণ খেলা এটি
  • খেলার ভিতর আপনার দল পরিচালনা খুব সহজ
  • প্রতিযোগীতাপূর্ণ এবং লিগ খেলা এটা
বন্ধুরা আশা করি গেমটি খেলে আপনারা খুব আনন্দ পাবেন
Night Moto Race 2015  
এবার যে গেমটির সাথে আমরা পরিচিত হব সেটা একটা রেসিং গেম। রেসিং গেম এর কথা শুনলে সবার মনের ভিতর একটা স্পীডনেস কাজ করে আমার মনে হয় তাই না বন্ধুরা J হ্যাঁ তাই এখন আমরা যে গেমটির সাথে পরিচয় হব সেটি হল Night Moto Race 2015 গেম। দুর্দান্ত সব বাইক নিয়ে আপনি গেমটি খেলতে পারবেন খুব মজার সাথে। গেমটি ১,০০০,০০০ ডাউনলোড হয়েছে প্লে স্টোর থেকে। দারুন সব ফিচার দিয়ে গেমটি ভরপুর যেমন,
Night Moto Race 2015
  • কয়েক ডজন পদার্থ ভিত্তিক নিয়ন্ত্রণ এবং শারীরিক কসরত
  • টেনে আনুন আপনার বাইক অসাধারণ চ্যালেঞ্জ এবং আশ্চর্যজনক মিশনের মধ্য দিয়ে
  • অপূর্বসুন্দর গ্রাফিক্স খেলার জন্য
  • চিত্তাকর্ষক মিউজিক
এগুলো ছাড়া গেমটিতে আমরা আরো অনেক চমৎকার সব ফিচার দেখতে পাই আশা করি গেমটি খেলার পর আপনাদের অনেক ভালো লাগবে
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg

হোয়াটসঅ্যাপের দারুণ দশ কৌশল

 9:53 AM     এন্ড্রয়েড ফোন     No comments   

whatsapp-darun-moja

বেড়েই চলেছে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর সংখ্যা। ইনস্ট্যান্ড মেসেজিং প্লাটফর্মটির মাধ্যমে এখন ভয়েস কলও করা যায়।
 ফেসবুকের মালিকানাধীন এই অ্যাপটি ব্যবহার করছেন ৮০০ মিলিয়ন মানুষ। কাজেই এর ব্যবহার সম্পর্কে জ্ঞান থাকা দরকার
 আপনারও। এখানে জেনে নিন হোয়াটসঅ্যাপের ১০টি দারুণ কৌশল।

১. স্মার্টফোনটি যদি বদলে ফেলেন তবে আগের ফোনের চ্যাটিং হিস্ট্রি নতুন ফোনে নিতে পারবেন। মাইক্রোএসডি কার্ড 
ব্যবহার করলে চ্যাট হিস্ট্রি কার্ডে নিয়ে যান। এটি করতে মেনু>সেটিংস>চ্যাট সেটিংস>ব্যাকআপ কনভারসেশন প্রক্রিয়াটি 
সম্পন্ন করুন। নতুন ফোনে এই কার্ডটি লাগিয়ে নিয়ে রিস্টোর করুন।

২. আপনি শেষ কখন হোয়াটসঅ্যাপে ছিলেন তা অন্যকে না জানাতে চাইলে সেটিংসে যান। সেখান থেকে অ্যাকাউন্টের
 প্রাইভেসিতে গিয়ে এটি বন্ধ করে দিন।

৩. আপনার পাঠানো মেসেজ শেষ কখন দেখা হয়েছে তা বুঝতে দেখুন চ্যাট উইন্ডো নীল রংয়ের হয়েছে কি না। 
নীল হলে বুঝবেন দেখা হয়েছে।

৪. আইওএস অপারেটিংয়ে জেলব্রেকিং ছাড়া হোয়াটসঅ্যাপ লক করা যায় না। তবে অ্যান্ড্রয়েডে পিন কোডের মাধ্যমে
 চ্যাট লক করতে পারবেন। এ জন্যে ম্যাসেঞ্জার অ্যান্ড চ্যাট ব্লকস, অ্যাপ লক অথবা স্মার্ট অ্যাপলক অ্যাপগুলো ব্যবহার 
করতে পারেন।

৫. কম্পিউটারে ক্রোম ব্রাউজার থাকলে হোয়াটসঅ্যাপ ওয়েবে গিয়ে তা ব্যবহার করতে পারবেন। এ জন্যে ব্রাউজার 
থেকে অ্যাপের ওয়েবে গিয়ে মেনু থেকে কিউআর কোড স্ক্যান করে নিন। মোবাইলের মতোই এতে চ্যাট করতে পারবেন।

৬. হোয়াটস অ্যাপ ব্যবহারকারী সব ছবি হয়তো গ্যালারিতে দেখতে চান না। এটি বন্ধ করতে সেটিংস>প্রাইভেসি>ফটোস-এ 
যান। সেখান থেকে হোয়াটসঅ্যাপ অফ করে দিন।

৭. কিছু গ্রুপ কনভারসেশন খুব যন্ত্রণাদায়ক হয়ে ওঠে। আইফোন ব্যবহার করলে গ্রুপ চ্যাপ অপশনে গিয়ে গ্রুপ 
ইনফো স্ক্রিনে যান। সেখানে মিউট বাটন ট্যাপ করুন। অ্যান্ড্রয়েডে চ্যাট খুলে মিউট চেপে দিন। সেখানে শো নোটিফিকেশন 
এর টিক চিহ্নটি তুলে দিতে পারেন।

৮. মুছে ফেলা মেসেজ ফিরে পাওয়ার সবচেয়ে ভালো উপায় হলো, হোয়াটসঅ্যাপটি মুছে ফেলে তা আবারো ইনস্টল করুন।
 এ সময় জানতে চাওয়া হবে আপনি মেসেজ রিস্টোর করবেন কি না। রিস্টোর করলেই মুছে ফেলা মেসেজ ফিরে পাবেন।

৯. শুধু অ্যান্ড্রয়েডে প্রতিদিনের চ্যাটের জন্যে শর্টকাট তৈরি করে নিতে পারবেন। চ্যাটে প্রশ্নবোধক বাটনটি চেপে ধরে রাখুন।
 এরপর অ্যাড কনভারসেশন শর্টকাট সিলেক্ট করে নিন।

১০. কাউকে বড় আকারের মেসেজ ব্যক্তিগতভাবে পাঠাতে পারবেন। অ্যান্ড্রয়েডে মেনু থেকে নিউ ব্রডকাস্ট অপশন থেকে 
প্রাইভেট মেসেজ করে নিতে পারবে। আর আইওএস-এ চ্যাটস স্ক্রিনের ব্রডকাস্ট লিস্টস ট্যাপ করুন। এরপর নিউ লিস্ট ট্যাপ 
করে যাকে পাঠাতে চান তাকে সিলেক্ট করে নিন। সূত্র : টেক রাডার
Read More
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg
Newer Posts Older Posts Home

Popular Posts

  • ফ্রিল্যান্সার সাক্ষাৎকার: থ্রিডি ডিজাইনার
    আউটসোর্সিং এ থ্রিডি কাজের রয়েছে ব্যাপক সম্ভা বনা। যত দিন যাচ্ছে ভিডিও গেমস এবং থ্রিডি এনিমেটেড মুভিগুলো আরো বাস্তবসম্মত হয়ে উঠছে, যা খুব স...
  • পেওনার ডেবিট মাস্টারকার্ড
    বিভিন্ন ধরনের ফ্রিল্যান্সিং সাইট থেকে টাকা উত্তোলনের সহজ এবং ঝামেলামুক্ত পদ্ধতি হচ্ছে Payoneer সাইট কর্তৃক প্রদত্ত একটি ডেবিট মাস্টারকার...
  • প্রোগ্রামিং শুরু করার জন্য গাইডলাইন।
    নিজের ভাষা কম্পিউটারকে বুঝানোর জন্যই পোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর উৎপত্তি। এ পর্যন্ত কয়েক হাজার পোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উৎপত্তি হয়েছে। বিশ...
  • ইংলিশ ভোকাবুলারি শেখার দূর্দান্ত ১০ টিপস
    ইংরেজিতে শব্দ আমাদের সবারই কম বেশি জানা আছে। তারপরেও আমরা কোন জটিল বাক্য গঠন করার সময় কিংবা ইংরেজিতে কথা বলার সময় এই শব্দ কম জানার জন্য অনে...
  • আউটসোর্সিং এ আলফা ডিজিটাল টিমের সফলতা
    বর্তমানে ওডেস্ক ( www.oDesk.com ) মার্কেটপ্লেসে বাংলাদেশী ফ্রিল্যান্সররদের অবস্থান বেশ সন্তোষজনক। ওডেস্কে যে কয়জন ফ্রিল্যান্সার সফলতার সা...

Recent Posts

banner image

Categories

অনলাইন আয় আবিষ্কার উইন্ডোজ ১০ উইন্ডোজ ফোন উইন্ডোজ সফটওয়্যার এন্ড্রয়েড ফোন ওয়েবসাইট ডিজাইনিং ওয়েবসাইট ডেভেলপমেন্ট কম্পিউটার প্রোগ্রামিং কোয়ান্টাম কম্পিউটার গ্রাফিক্স ডিজাইন জাভা স্ক্রীপ্ট টিপস অ্যান্ড ট্রিকস ডাটা এন্ট্রি থিমস পাইথন প্রোগ্রামিং বই ব্লগস্পট সাইট ভিডিও এডিটিং মাইক্রোওয়ার্কারস মোবাইল ফোন রেন্ট-এ-কোডার লিনাক্স শিক্ষা সংক্রান্ত সংখ্যা পদ্ধতি সাক্ষাৎকার সি প্রোগ্রামিং হ্যাকিং

Blog Archive

Kategori

Kategori

Recent Comments

Featured Post

ডাউনলোড করে নিন অ্যাডোবি ফটোশপের সর্বশেষ ভার্সন “Adobe Photoshop CC” সম্পূর্ণ ফ্রি আজীবন মেয়াদসহ।

Formulir Kontak

Name

Email *

Message *

মোট পৃষ্ঠাদর্শন

Sparkline
  • Post Style
  • Feature
  • _Gadget
  • _Mobile
  • Pages
  • Categories
  • Buddypress
  • Forum
  • Home
  • About
  • Contact
  • Advertise
  • __DropDown 3
  • _ShortCodes
  • _SiteMap
  • _Error Page
  • Seo Services
  • Documentation
  • Download this template

Blog Archive

  • ▼  2015 ( 125 )
    • ▼  September ( 7 )
      • Lollipop Lockscreen Android L Premium [APK]
      • KK Launcher Prime Free Download
      • PicsPlay Pro 3.6.1 APK এখানে ! [LATEST]
      • Aurora 3D Text & Logo Maker (Portable Version)
      • CMD commands পরিচিতি
      • Slow Computer ফাস্ট করে নিন ১১টি টিপস দেখে।
      • ইংলিশ ভোকাবুলারি শেখার দূর্দান্ত ১০ টিপস
    • ►  August ( 34 )
    • ►  July ( 15 )
    • ►  June ( 44 )
    • ►  May ( 25 )

Recent

Comment

Label

  • অনলাইন আয়
  • আবিষ্কার
  • উইন্ডোজ ১০
  • উইন্ডোজ ফোন
  • উইন্ডোজ সফটওয়্যার
  • এন্ড্রয়েড ফোন
  • ওয়েবসাইট ডিজাইনিং
  • ওয়েবসাইট ডেভেলপমেন্ট
  • কম্পিউটার প্রোগ্রামিং
  • কোয়ান্টাম কম্পিউটার
  • গ্রাফিক্স ডিজাইন
  • জাভা স্ক্রীপ্ট
  • টিপস অ্যান্ড ট্রিকস
  • ডাটা এন্ট্রি
  • থিমস
  • পাইথন প্রোগ্রামিং
  • বই
  • ব্লগস্পট সাইট
  • ভিডিও এডিটিং
  • মাইক্রোওয়ার্কারস
  • মোবাইল ফোন
  • রেন্ট-এ-কোডার
  • লিনাক্স
  • শিক্ষা সংক্রান্ত
  • সংখ্যা পদ্ধতি
  • সাক্ষাৎকার
  • সি প্রোগ্রামিং
  • হ্যাকিং

Tags

অনলাইন আয় আবিষ্কার উইন্ডোজ ১০ উইন্ডোজ ফোন উইন্ডোজ সফটওয়্যার এন্ড্রয়েড ফোন ওয়েবসাইট ডিজাইনিং ওয়েবসাইট ডেভেলপমেন্ট কম্পিউটার প্রোগ্রামিং কোয়ান্টাম কম্পিউটার গ্রাফিক্স ডিজাইন জাভা স্ক্রীপ্ট টিপস অ্যান্ড ট্রিকস ডাটা এন্ট্রি থিমস পাইথন প্রোগ্রামিং বই ব্লগস্পট সাইট ভিডিও এডিটিং মাইক্রোওয়ার্কারস মোবাইল ফোন রেন্ট-এ-কোডার লিনাক্স শিক্ষা সংক্রান্ত সংখ্যা পদ্ধতি সাক্ষাৎকার সি প্রোগ্রামিং হ্যাকিং

Facebook

banner image

Flickr

banner image

Football

Popular Posts

  • ফ্রিল্যান্সার সাক্ষাৎকার: থ্রিডি ডিজাইনার
    ফ্রিল্যান্সার সাক্ষাৎকার: থ্রিডি ডিজাইনার
  • পেওনার ডেবিট মাস্টারকার্ড
    পেওনার ডেবিট মাস্টারকার্ড
  • প্রোগ্রামিং শুরু করার জন্য গাইডলাইন।
    প্রোগ্রামিং শুরু করার জন্য গাইডলাইন।

Sample Text

Copyright © Bdhuge | Technology Journey. | Powered by Blogger
Design by Hardeep Asrani | Blogger Theme by NewBloggerThemes.com | Distributed By blogger Templates