360 মোবাইল সিকিউরিটি
৩৬০ মোবাইল সিকিউরিটি সমস্ত এন্ড্রয়েড প্রেমিকদের জন্য এটি খুব জনপ্রিয় অ্যাপ। এবং অধিক ব্যাবহৃত মোবাইল ফোনের ১০০%সুরক্ষার নিশ্চয়তা দেয়। এটি ফ্রি এবং অধিক কার্যকর একটি অ্যান্ড্রয়েড অ্যাপস। আজকাল অধিকাংশ এন্ড্রয়েড মোবাইলে ইন্টারনেটচালানো সহ বিভিন্ন ভাবে ভাইরাস আক্রমন করে থাকে। যার ফলে মোবাইল স্লো সহ নানা প্রকার সমস্যা দেখা দেয়। যার সমাধান দিতে পারে এই অ্যাপসটি। আপনার যদি মনে করনে আপনার android ফোন কে যথেষ্ট সুরক্ষা দতে চান তা হলে ৩৬০ মোবাইল সিকিউরিটি আপনার জন্য গুরুত্বপুর্ন ভুমিকা পালন করবে।
অ্যাপসটির বৈশিষ্ট্য সমুহঃ
- ডুয়েল লেয়ার প্রটেকশান ক্ষমতা সমৃদ্ধ।
- ট্রাস ফাইল সহ ক্ষতিকর সব ফাইল সমুহ অটোমেটিক স্ক্যান করে।
- অনাকাঙ্খিত কল এবং এস,এম,এস ব্লক করার সুবিধা।
- ফোনবুক এবং এস,এম,এস ব্যাকআপ সুবিধা
আপনি যদি এন্ড্রয়েড ইউজার হন তাহলে এই অ্যাপসটি আপনার জন্য খুবই উপকারি। অ্যাপসটি গুগল প্লেস্টোর বিনামুল্যে ডাউনলোড করার যাবে।
Kaspersky Internet Security
ক্যাসপারস্কাই ইন্টারনেট সিকিউরিটি হচ্ছে লেটেস্ট মোবাইল সিকিউরিটি টেকনোলজির ভাইরাস প্রটেকশান সফটওয়্যার। এটি অধিক ক্ষমতা সম্পন্ন। সেরা বৈশিষ্ঠ্য সম্পন্ন ক্যাসপারস্কাই ইন্টারনেট সিকিউরিটি সম্পুর্ন ফ্রি এবং এন্ড্রয়েড ফোন ও ট্যাবের জন্য খুবই উপযোগি। আপনার ফাইল সুরক্ষা এবং ভাইরাস এর আক্রমন রোধ করতে ক্যাসপারস্কাই গুরুত্বপুর্ন ভুমিকা পালন করে।
ক্যাসপারস্কাই ইন্টারনেট সিকিউরিটি এর বৈশিষ্ঠ্যঃ
- এটি সম্পুর্ন ফ্রিতে ডাউনলোড করা যাবে
- এটি ক্যাসপারস্কাইল্যাবের নতুন সুরক্ষা প্রযুক্তি
- এটি স্বয়ংক্রিয় ভাবে ডিভাইসকে স্ক্যান ও নিয়ন্ত্রন করে।
- অতিরিক্ত এলার্ম সুবিধা যেটা আপনাকে ফোন খুজে পেতে সাহায্য করে।
- এই অ্যাপসের মাধ্যমে আপনি ফোনকল ও টেক্সট মেসেজ ফিল্টার করতে পারবেন।
এছাড়া আরও অন্যান্ন সুবিধা আপনি অ্যাপসটি থেকে পেতে পারেন। অ্যাপসটি গুগল প্লে স্টোর থেকে বিনামুল্যে ডাউনলোড করতে পারেন।
AVG AntiVirus Security
এন্ড্রয়েড ফোনের ক্ষতিকর ভাইরাস দুর করা এবং প্রয়োজনীয় ফাইলের নিরাপত্তা দেয়ার জন্য এভিজি এন্টিভাইরাস খুবই উপকারী একটি এন্টিভাইরাস। অ্যাপসটির মাধ্যমে আপনি আপনার এন্ডয়েড ফোনের সর্বোচ্চ নিরাপত্তা প্রদান সহ ফোন কল ও টেক্সট মেসেজ ফিল্টার করতে পারবেন। অ্যাপসটি অটোমেটিক ভাবে ফোনের ফাইল সমুহ স্ক্যান করে এবং ভাইরাস পেলে নোটিফিকেশন প্রদান করে।
অ্যাপসটির বৈশিষ্ঠ্যঃ
- ১০০,০০০,০০০ অধিক অ্যান্ড্রয়েড ব্যাবহারকারী অ্যাপসটি ব্যাবহার করে।
- স্বয়ংক্রিয়ভাবে অ্যাপ, সেটিংস, ও মিডিয়া ফাইল স্ক্যান করে থাকে।
- যে ফাইল সমুহ ফোনকে স্লো করে দেয় সে সমস্ত ফাইল সমুহ ধ্বংশ করে।
- এটি সম্পুর্ন ফ্রি এবং সহজে ব্যাবহার উপযোগী এন্টিভাইরাস অ্যাপস
- নিরাপদে ইন্টারনেট ব্রাউজ করার নিশ্চয়তা প্রদান করে।
এছাড়া অ্যাপটি থেকে আপনি আরও অনেক সুবিধা পেতে পারেন এজন্য আপনাকে বিনামুল্যে গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে।
আশা করি তথ্যগুলো আপনাদের ভালো লেগেছে। আগামিতে আরও প্রয়োজনীয় সব তথ্য নিয়ে হাজির হতে পারি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।
0 comments:
Post a Comment
প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত যানাতে ভুলবেন না । তবে এমন কিছু মন্তব্য করবেন না যাতে লেখকের মনে আঘাত করে ।