১) Ahrefs:- এটি হচ্ছে একটি জনপ্রিয় ব্যাকলিঙ্ক চেকার টুল। এই টুল টির মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার ওয়েব সাইট এ কত টি ব্যাকলিঙ্ক আছে, জানতে পারবেন এঙ্কর টেক্সট সম্পর্কে। আপনি যদি ইচ্ছা করেন তাহলে ব্যাকলিঙ্ক সোর্স গুলো ডাউনলোডও করতে পারবেন। এটি ব্যবহার করার জন্য এখানে ক্লিক করুন তারপরে যে ওয়েব সাইটটি আসবে সেখানে রেজিষ্ট্রেশন করে নিন। তারপরে আপনার ওয়েব সাইটটি এড করে নিয়ে চেক করতে থাকুন।
২) Moonsy:- এটিও অত্যান্ত জনপ্রিয় একটি অনালাইন টুল। এই টুলটির মাধ্যমে আপনি এক সাথে অনেক গুলো কাজ করতে পারবেন, যেমনঃ-Google keyword position checker,Check Link Popularity, Backlinks checker, Check Domain Authority, Find domain owner, Domain to IP, Check Alexa Rank, Check domain age, Check PageRank সহ আরো অনেক টুল যা হয়ত আপনি এতদিন খুজতেছিলেন।
৩) chkme:-On page SEO এর একটি জনপ্রিয় অনলাইন টুল হচ্ছে Chkme। On page SEO এর সকল তথ্য পাওয়া যাবে এই টুলটির মাধ্যমে, জানতে পারবেন আপনার ওয়েব সাইট এর SEO Score সম্পর্কেও।
৪) KeywordPlanner:- যে কোন ওয়েব সাইট সার্চ ইঞ্জিনের কাছে পরিচিত করে তোলার জন্য কীওয়ার্ড এর বিকল্প কোন পথ নাই। তাই সঠিক কীওয়ার্ড বাছাই করার জন্য গুগোলের একটি অনলাইন টুল হচ্ছে KeywordPlanner। এটি ব্যবহার করে আপনি আপনার মনের মত কীওয়ার্ড তৈরি করে নিতে পারবেন।
৫) xml-sitemaps ঃ- যে কোন ওয়েব সাইটের পরিপূর্ণ On page SEO করার জন্য সাইটম্যাপ তৈরি করা একটি অত্যাবশ্যকীয় বিষয়, কারণ সাইট ম্যাপ তৈরি করা থাকালে যে কোন সার্চ ইঞ্জিন খুব সহজেই সেই ওয়েব সাইটের সকল তথ্য ধারন করে রাখতে পারে এবং কেও ঐ ওয়েব সাইটের যে কোন বিষয়ে সার্চ ইঞ্জিনের কাছে জানতে চাইলে তা সহজেই তার সামনে নিয়ে আস্তে পারে। সাইট ম্যাপ তৈরি করার জন্য বিশ্বের সব থেকে শক্তি শালি একটি অনলাইন টুল হচ্ছে xml-sitemaps ।
৬) google webmaster tool ঃ- কোন ওয়েব সাইটের সাইট ম্যাপ তৈরি করার পর তা বিভিন্ন সার্চ ইঞ্জিনে সাবমিট করতে হয়। বর্তমান সময়ে সব থেকে পাওয়ারফুল একটি সার্চ ইঞ্জিন হচ্ছে Google, আর এই গুগোলে আপনার সাইট ম্যাপ সাবমিট করার জন্য একটি পাওয়ারফুল অনলাইন টুল হচ্ছে webmasters ।
৭) Google Analytics :- আপনার ওয়েব সাইটে এই মুহুর্তে কত জন ভিজিটর আছে, কোন জায়গা থেকে ভিজিট করছে, কিসের মাধ্যমে আপনার সাইটে এসেছে, আজকের সর্বমোট ভিজিটর কতজন, কতটি পেজ ভিজিট করেছে, কতক্ষন আপনার সাইটে অবস্থান করেছে, নতুন ইউজার কতজন, পুরাতন ইউজার কত জন ইত্যাদি ইত্যাদি সব প্রশ্নের সঠিক উত্তর পাবেন আপনি এই অনলাইন টুলটির মাধ্যমে।
আজ এই পর্যন্ত আবার দেখা হবে পরের পোষ্টে এই আশা বাদ ব্যক্ত করে বিদায়, আল্লাহ হাফেজ।
পোষ্টটি প্রথম প্রকাশির এখানে ।
সোজন্যেঃ- টেকটুইট২৪ ডট কম ।
0 comments:
Post a Comment
প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত যানাতে ভুলবেন না । তবে এমন কিছু মন্তব্য করবেন না যাতে লেখকের মনে আঘাত করে ।