Truecaller – Caller ID & Block
ট্রু কলার অ্যাপস আপনার ফোনে অবাঞ্চিত বা অপরিচিত কলারকে সনাক্ত করে। এবং অনাকাঙ্খিত কলারকে ব্লক করতেসাহায্য করে। আপনাকে যদি অপরিচিত ব্যাক্তি কল করে ডিসটার্ব
করে তাহলে এই অ্যাপসটি আপনার জন্য। পৃথিবীব্যাপি১০০ মিলিয়নের অধিক অ্যান্ড্রয়েড ব্যাবহার কারী ট্রুকলার অ্যাপস ব্যাবহার করে থাকে।
অ্যাপসটির বৈশিষ্ঠ্য সমুহঃ
১) আপনার ফোনের কলার কে সেটা আপনি জানতে পারবেন যদিও সে আপনার কন্টাক লিষ্টে না থাকে।
২) বিরক্তিকর কল সমুহকে এই অ্যাপসের মাধ্যমে ব্লক করতে পারবেন।
৩) যে কোন লোকাল নাম্বারে সার্স করে তার তথ্য জানতে পারবেন।
৪) যে কোন ওয়েবসাইট কিংবা অ্যাপস থেকে নাম্বার কপি করলে ট্রুকলার অ্যাপসটি নাম্বারের ব্যাবহারকারীর পরিচয় জানিয়ে দেয়।
৫) ট্রু কলারের মাধ্যমে আপনি সরাসরিভাবে টুইটারের কোন ব্যাক্তিকে টুইট কিংবা ফলো করতে পারবেন।
২) বিরক্তিকর কল সমুহকে এই অ্যাপসের মাধ্যমে ব্লক করতে পারবেন।
৩) যে কোন লোকাল নাম্বারে সার্স করে তার তথ্য জানতে পারবেন।
৪) যে কোন ওয়েবসাইট কিংবা অ্যাপস থেকে নাম্বার কপি করলে ট্রুকলার অ্যাপসটি নাম্বারের ব্যাবহারকারীর পরিচয় জানিয়ে দেয়।
৫) ট্রু কলারের মাধ্যমে আপনি সরাসরিভাবে টুইটারের কোন ব্যাক্তিকে টুইট কিংবা ফলো করতে পারবেন।
এছাড়া আরও অন্যান্ন সুবিধা পেতে পারেন এজন্য আপনাকে গুগল প্লেস্টোর থেকে অ্যাপসটি ডাউনলোড করতে হবে । তবেএজন্য আপনাকে থ্রিজি কিংবা ওয়াইফাই এর আওতায় থাকতে হবে।
বিঃ দ্রঃ অ্যাপসটি এন্ড্রয়েড 4.4 কিটকাট ভার্সনের জন্য প্রযোয্য নয়।
Whoscall- Caller ID&Block
কলার সনাক্ত করা এবং কল ব্লক করার এটিই সবচেয়ে ভালো উপায়। অ্যাপসটি ব্যাবহার করে আপনি অবিলম্বে আপনারফোনে কলকারি কিংবা মেসেজ প্রেরনকারীকে সনাক্ত করতে পারবেন।
যদিও কলার আপনার পরিচিত না হয় কিংবা আপনারকন্টাক্ট লিস্টে না থাকে, তবুও আপনি কলার কে সনাক্ত করতে পারবেন। এবং অনাকাঙ্খিত কলার কে খুব সহজে ব্লক করতেপারবেন। অ্যাপসটির
গ্লোবাল ডাটাবেস ৬০০ মিলিয়নের অধিক নাম্বারকে যুক্ত করে। এবং অ্যাপসটি ব্যাবহার করে ২০মিলিয়নের অধিক নাম্বার ফিল্টার করা হয়। এবং প্রতিদিন প্রায় 500,000অধিক দুষিত কল ব্যাবহার
কারিদের দ্বারা ব্লক করাহয়। ২০১৩ সালের গুগল প্লেস্টোর এর শ্রেষ্ট অ্যাপস এটি। ব্যাবহার কারির বিরক্তিকর কল এড়ানোর সবচেয়ে সহজ উপায়হলো এই অ্যাপসটি। অ্যাপসটি সকল এন্ড্রয়েড ফোনের
জন্য প্রযোজ্য নয়। অ্যাপটি সমর্থিত ফোনগুলো হলো
Samsung Galaxy Y GT-S6102 (Android 2.3.6)
Samsung Grand Duos GT-I9082 (Android 4.1.2)
HTC one Dual 802d (Android 4.2.2)
RedMi 2013023 (Android 4.2.2)
Samsung Galaxy win i8552 (Android 4.1.2)
MTK-mini3 (Android 4.2.2)
Samsung Galaxy Y GT-S6102 (Android 2.3.6)
Samsung Grand Duos GT-I9082 (Android 4.1.2)
HTC one Dual 802d (Android 4.2.2)
RedMi 2013023 (Android 4.2.2)
Samsung Galaxy win i8552 (Android 4.1.2)
MTK-mini3 (Android 4.2.2)
অ্যাপসটির ব্যাবহারের জন্য ইন্টারনেট সংযোগ থাকা বাঞ্চনিয়। অ্যাপসটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করা যাবে।
Truedialer – Dialer & Contacts
ট্রু ডায়ালার হচ্ছে পরিচিত ব্যাক্তিকে খুজে বের করা এবং অপরিচিত কিংবা অনাকাঙ্খিত কলার কে ব্লক করার সবচেয়ে সহজপদ্ধতি। নিউমেরিক প্যাডের ব্যাবহারের মাধ্যমে এটি এপনার ফোনবুকের বাইরের
ব্যাক্তিকেও খুজে বের করতে সাহায্য করে।আপনি কল করতে চলেছেন এমন ব্যাক্তি সম্পর্কে ট্রু ডায়ালার আপনাকে তাৎক্ষনিক তথ্য প্রদান করে।
অ্যাপসটির বৈশিষ্ঠ্যঃ
১) এটি অনেক দ্রুত এবং নির্ভুল তথ্য প্রদান করে।
২) অ্যাপসটি ব্যাবহার করা অনেক সহজ
৩) পছন্দের বন্ধুদের সাথে দ্রুত যোগাযোগ সুবিধা প্রদান করে।
৪) ৫০০ এর অধিক ডুয়েল সিমের ফোন অ্যাপসটির সমর্থন করে।
৫) দ্রুত অনুসন্ধান নিশ্চিত করে।
২) অ্যাপসটি ব্যাবহার করা অনেক সহজ
৩) পছন্দের বন্ধুদের সাথে দ্রুত যোগাযোগ সুবিধা প্রদান করে।
৪) ৫০০ এর অধিক ডুয়েল সিমের ফোন অ্যাপসটির সমর্থন করে।
৫) দ্রুত অনুসন্ধান নিশ্চিত করে।
এছাড়া আরও নানা সুবিধা অ্যাপসটি থেকে পাওয়া যাবে। অ্যাপসটি ব্যাবহারের জন্য ভালো ইন্টারনেট কানেকশন থাকতেহবে। অ্যাপসটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করা যাবে।
তো বন্ধুরা আশা করি যে তিনটা অ্যাপস আপনাদের সামনে পরিচয় করে দিলাম আশা করি আপনাদের ভালো লাগবে এবং আগামিতে আরো ভালো কিছু নিয়ে হাজির হতে পারি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন
ধন্যবাদ
0 comments:
Post a Comment
প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত যানাতে ভুলবেন না । তবে এমন কিছু মন্তব্য করবেন না যাতে লেখকের মনে আঘাত করে ।