স্মার্টফোন ব্যবহারকারীদের কাছে সব থেকে বড় সমস্যা হলো ফোনের ব্যাটারি ব্যাকআপ। খুব দ্রুতই ব্যাটারির চার্জ শেষ হয়ে যায় স্মার্টফোনের। স্মার্টফোনের ব্যাটারি দীর্ঘস্থায়ী করার জন্য এর চার্জ দেওয়ার সঠিক পদ্ধতি এবং বিশেষ যত্নের প্রয়োজন। এখানে ফোনের দীর্ঘকালীন ব্যাটারি ব্যাক আপ পাওয়ার ৫টি উপায় বলা হলো :
# ফোনটিকে কখনওই বেশি গরম (ওভারহিট) হতে দেবেন না। বেশির ভাগ ব্যাটারি-ই লিথিয়াম-আয়নে প্রস্তুত হয়। এটি অতিরিক্ত মাত্রায় গরম হলে ব্যাটারি ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। এ ক্ষেত্রে তাই কোনো গরম জায়গায় স্মার্টফোনটি না রাখার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। যেমন গাড়ি চালানোর সময় ড্যাশবোর্ডে ফোন না রাখা, অতিরিক্ত পরিমানে গেম না খেলা। বিশেষজ্ঞদের মতে, স্মার্টফোন চার্জ দেওয়ার আদর্শ তাপমাত্রা ২০-৩০ ডিগ্রি সেলসিয়াস।
# মোবাইল চার্জ হওয়ার সময় ফোনে কথা বলবেন না। চার্জ হতে হতে ফোনে কথা বললে ফোনের ব্যাটারি দ্রুত কমতে থাকে। সেই সঙ্গে ফোনটিও ওভারহিট হয়ে পড়ে।
# নকল চার্জার ব্যবহার করবেন না। ফোনের চার্জার খারাপ হয়ে গেলে আপনি যে সংস্থার ফোন ব্যবহার করেন সেই সংস্থার চার্জার কিনেই ব্যবহার করুন। বাজার চলতি যেসব নকল চার্জার পাওয়া যায়, তাতে ক্ষতি হতে পারে ব্যাটারির।
# আপনার ফোনের চার্জ সম্পূর্ণ ফুরিয়ে গেলে তবেই চার্জ দিতে হবে এমনটা নয়। অনেকেই আছেন, যাঁরা ফোনের চার্জ পুরো ফুরিয়ে গিয়ে সুইচ অফ হয়ে গেলে তবেই চার্জ দেন। এ ক্ষেত্রে ব্যাটারির ওপর চাপ পড়ে। তাই সম্পূর্ণ চার্জ শেষ হওয়ার আগেই ফোনটি প্লাগ ইন করুন। ফোনের চার্জ ১০ শতাংশ হলেই চার্জে বসান।
# সারা রাত ফোন চার্জে রাখবেন না। অনেকেই আছেন রাতে শোওয়ার সময় ফোনে চার্জ দিয়ে শুয়ে পড়েন। এতে ব্যাটারি ব্যাকআপ কমে যায়। ফোনে ১০০ শতাংশ চার্জ দেওয়ার জন্য কখনওই সারারাত ধরে চার্জ দেওয়ার প্রয়োজন নেই।
0 comments:
Post a Comment
প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত যানাতে ভুলবেন না । তবে এমন কিছু মন্তব্য করবেন না যাতে লেখকের মনে আঘাত করে ।